Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যাবস্থা

এক অর্থে মুরাদিয়া ইউনিয়ন পূর্ব ও উত্তর দিক থেকে দুমকী উপজেলায় প্রবেশদ্বার, কারণ বাউফল-লেবুখালী মহাসড়কের চরগরবদী-বগা ফেরীঘাটটি মুরাদিয়া ইউনিয়নে অবস্থিত। এছাড়াও ঢাকা-পটুয়াখালী লঞ্চরুটের প্রধানতম ঘাট চরগরবদী মুরাদিয়া ইউনিয়নের অন্র্তগত। মুরাদিয়া ইউনিয়ন সদর থেকে উপজেলা সদরের সড়ক পথের দুরত্ব ৮ কি:মি:, আঞ্চলিক এ মহাসড়ক ধরে বাসে, অটোরিক্সায়, মটরসাইকেল কিংবা টেম্পুতে উপজেলা সদরে যাওয়া যায়। এ ইউনিয়নের মধ্য দিয়ে নির্মিত হচ্ছে দক্ষিন-পশ্চিমাঞ্চল প্রকল্পের পাকা সড়ক, যা দিয়ে ইউনিয়ন থেকে সরাসরি বরিশাল-পটুয়াখালী মহাসড়কের সাথে যোগাযোগ করা যাবে। একই সাথে বিকল্প পথে আংগারিয়া ইউনিয়ন হয়ে লেবুখালী মহাসড়কের সাথে মুরাদিয়া ইউনিয়ন যুক্ত হবে।